বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় (বিপিএসসি) নন-ক্যাডারের বিভিন্ন পদে ৩০৬ জন সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অন-লাইনে আবেদনপত্র আহবান করছেন। সম্প্রতি বিজ্ঞপ্তিটি বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ‘ফর্ম-৫A পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে Non-Cadre অপশন Select করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের Advertisement, Instructions for Submitting Application এর রেডিও বাটন দৃশ্যমান হবে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থী অবশ্যই Instructions এবং বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা ভালো করে দেখে নিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ২৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে। চলবে ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।
Post Top Ad
Friday, January 26, 2018
নন-ক্যাডারের বিভিন্ন পদে ৩০৬ জনকে নিয়োগ দেবে বিপিএসসি
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.