সফল হতে চাই আমরা সবাই কিন্তু কতজনই বা জানি এই সফলতার মন্ত্র? অনেকেই বলে থাকেন সফলতা মানে আপনার সব সপ্ন পুরন করা আবার কেউ মনে করেন সফলতা মানে যা চাই তা পাওয়া আবার অনেকে মনে করেন ভাল গাড়ি, বিশাল বাড়ি, ইত্যাদি। আপনি যে কোন পেশাতেই সফল হতে পারেন যদি আপনি কিছু নিয়ম আপনার সফল হবার জন্য সহ্য করে অনবরত চালিয়ে যেতে পারেন। চলুন পড়ে নেয়া যাক ডেসটিনি অনলাইনের আজকের এই ফিচারটি। মন আর শরীর একিভুতকরন সফল আপনি হতে চান আর আপনার মন আপনার নিয়ন্ত্রনে নেই তাহলে কি হবে? আপনাকে নিঃসন্দেহে একটি সূত্র কাজে লাগাতে হবে সেটা হল মন আর শরীর কে এক জায়গায় আনতে হবে। আপনার মন যাই নির্দেশ দিবে আপনার শরীর সেটা করতে বাধ্য থাকবে আর পাশাপাশি আপনি নিজেকে প্রথম থেকেই সফল ভাবুন। আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান, জীবনে যা কিছু পেতে চান তার চিত্র মনের গভীরে ভালো করে ফুটিয়ে তুলুন। আপনার কল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য। জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ ভাল লাগার কাজটি করুন। যদি অভিনয় ভাল লাগে তাই করুন, যদি ক্রিকেট ভাল লাগে সেটা করুন অর্থাৎ যা ভাল লাগে তাই করুন। আইটি গুরু স্টিভ জবস এর কথা যদি বলি প্রথমে জিবনে সর্বকালের সেরা এই ব্যাক্তিটি তার মনের মত পেশা পাননি কিন্তু উনি যখনি বুঝলেন যে তার প্রযুক্তি সংক্রান্ত কাজ গুলো ভাল লাগছে তখন থেকেই উনি সেটা করতে থাকেন আর রাত দিন করতে থাকেন আর সফলতা এটা যে কখন তার পিছু নিয়েছে সেটা উনি জানতেনই না পাশাপাশি বলিউড অভিনেতা ,সেরা কমেডি খ্যাত এবং সেরা খিলাড়ি অক্ষয় কুমার এর নাম কে না শুনেছেন? তার একটা উক্তি আছে " আপনার যে কাজটা ভাল লাগে আপনি যদি সেটাই করেন মনে হবে আপনি সারাদিন ছুটিতেই আছেন। " জিজ্ঞাসু হোন সফল ব্যক্তিদের একটা কমন গুন আর সেটা হচ্ছে জানার ইচ্ছা। এরা খুবই জানার জন্য পাগল থাকে। আপনি কি জানেন পৃথিবীর সেরা বিজ্ঞানী আইনস্টাইন এর প্রিয় শব্দ কি? সেটা হল হোয়াই মানে ( কেন?)। আর ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবাগ নাকি বেশ কদিন আগে চায়না ভাষা ম্যান্ডারিন শিখেছেন সুতরাং আমি আপনি কেন জানবো না শিখবো না, আসুন জিজ্ঞাসু হই। জানি এই জগত টাকে। সান্নিধ্যে থাকুন সফল ব্যক্তিদের সফল হতে চান কিন্তু আপানার মেলামেশা দুর্বল, হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত লোকদের সাথে তাহলে কি সফল হতে পারবেন বলে মনে হয়? আপনাকে মিশতে হবে আপনার চোখে যারা সফল তাদের সাথে এই যেমন ধরুন আপনি একজন বড় ব্যাংকার হতে চান তাহলে আপনাকে এমন একজন মানুষ খুজতে হবে যে কিনা বাংকে কাজ করছেন তাছাড়া তার চিন্তা-ভাবনা আপনার থেকে আরও উন্নত ও সপ্ন তার অনেক বড়। তাই আজ থেকে সান্নিধ্যে থাকুন সফল ব্যক্তিদের। বই পড়ুন আর মেধা অর্জন করুন বই হল মানুষের পরম বন্ধু । একমাত্র বই ই পারে আপনাকে সফলতার সহজ রাস্তা দেখাতে। জগতে যারা সেরা দের সেরা হয়েছেন তারা অনেক বই পড়েছেন জগত টাকে চিনেছেন। সফল যে ব্যাক্তিরা তাদের জীবন থেকে নেয়া বইগুলো লিখেছেন সেসব বই আপানার সফলতার রাস্তা আরও সহজ করে দিবে যেমন আপনি পড়তে পারেন নেলসন ম্যান্ডেলার বই, ভারতের সাবেক প্রেসিডেন্ট আব্দুল কালাম আজাদ। জেদি হোন তবে পসেটিভলি সফল হতে হলে আপনাকে অবশই কোন কিছু পাবার জন্য জেদি হতেই হবে। কোনভাবেই হাল ছাড়া যাবে না। আপনাকে ক্লান্তিহীন জেদি হতে হবে। আপনি পারবেন এই মনভাব সব সময় মনের মধ্যে লালন করতে হবে। জেদ হতে পসেটিভ যে আমি পারবই। দেখুন আপনি সফল হবেন। বড় সপ্ন দেখুন সপ্ন ছাড়া সফল হওয়া অসম্ভব। আপানকে অবশ্যই বড় বড় সপ্ন দেখতে হবে কিন্তু ঘুমিয়ে নয় জেগে জেগে। আপানার সপ্নের কথা শুনে অনেকে আপনাকে পাগল বলবে, বোকা বলবে, আপনি আমেরিকার সেরা প্রেসিডেন্ট বারাক ওবামার সেই গল্পটা শুনেছেন নিশ্চয়ই, এই প্রেসিডেন্ট নাকি সময় পেলেই আমেরিকার হোয়াইট হাউজের সামনে যেয়ে বলতেন " ওহ গড আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই" আর পরবর্তী গল্পটা আমাদের সকলেরই জানা। সুতরাং বড় সপ্ন দেখা বাঞ্ছনীয়। কাজ ই জীবন কাজই ধর্ম আপনি যতই সফল হবার চেষ্টা করুন কিন্তু সেটা কি কাজ ছাড়া কিংবা যথাযথ পরিশ্রম ছাড়া সম্ভব? আইনস্টাইন এত বড় বিজ্ঞানী আর নিউটন ছাড়া বিজ্ঞান তো চিন্তাই করা যায় না, এরা নাকি কাজের জন্য প্রায় ২/৩ দিন লাগাতার খাওয়া ভুলে কাজ করতেন তাই বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই দুনিয়ায় সঠিক পরিকল্পনা ও প্রচুর পরিশ্রম ছাড়া সফলতা আসম্ভব। একবার পৃথিবীর সেরা সাঁতারু আমেরিকার মাইকেল ফেল্পস কে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এত সফল? তার উত্তর ছিল " আমি খাই,দাই আর সাতার কাঁটি" তাহলে পাঠক নিজেই নিজেকে প্রশ্ন করুন যে আপনার সফল হবার জন্য কি দরকার? সফলতা বা সফল হওয়া এটা একটা চলমান প্রক্রিয়া মানে এটা হুট করে হয়ে যাবার বিষয় নয়, আপনি এখন এই মুহূর্তে যা করছেন তাতেও আপনি সফল হতে পারেন,সেরা দের সেরা হতে পারেন শুধু আপনাকে বিশ্বাস করে কাজ টা চলমান রাখতে হবে। হেরে গেলে চলবে না, নিজেকে সব সময় বলতে হবে আমার জন্মই হয়েছে সফল হবার জন্য।
Post Top Ad
Thursday, February 1, 2018
সফল তো হতে চান, জানেন এসব মন্ত্র?
Post Top Ad
Responsive Ads Here
Author Details
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.