মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
বৃহস্পতিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য পাহাংয়ের মহাসড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানদিন মাহমুদ জানান, নিহতদের মধ্যে এক বাংলাদেশির পরিচয় জানা গেছে। তার নাম হোসেইন ফরহাদ। বয়স ৩৬ বছর। ফরহাদ মালয়েশিয়ায় চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিত কাজ চলছে বলে জানান তিনি।