সারাদিন রোজা রেখে ইফতারে আমরা সকলেই খুঁজে থাকি মজাদার কোনো আইটেম। আবার চাই হেলদি অ্যান্ড ফিট থাকতে। হেলদি ডিশ হিসেবে কর্নফ্লেক্স উইথ ক্রিমি কার্ড বেশ হয় কিন্তু! তো চলুন দেখা যাক রেসিপিটি!
কর্নফ্লেক্স উইথ ক্রিমি কার্ড বানানোর নিয়ম
উপকরণ
১. NESTLÉ CORN FLAKES- ১ কাপ
২. টক দই- ১/২ কাপ
৩. ভ্যানিলা আইসক্রিম- ১ কাপ
৪. মধু- ২ টেবিল চামচ
৫. গুঁড়া দুধ- ১/২ কাপ
৬. কিসমিস (ভাজা)- ১/৩ কাপ
৭. ঠাণ্ডা পানি- ১/২ কাপ
প্রস্তুত প্রণালী
১. টক দই, ভ্যানিলা আইসক্রিম, মধু, গুঁড়া দুধ ও ঠাণ্ডা পানি একসাথে ভাল করে বিট করুন।
২. একটি ট্রান্সপারেন্ট বোল-এ মিশ্রনটি ঢেলে ফ্রিজে রাখুন।
৩. ঠাণ্ডা হলে NESTLÉ CORN FLAKES, ভাজা কিসমিস ও বাদাম কুচি দিয়ে লেয়ার করে পরিবেশন করুন মজাদার এই খাবারটি!